বরিশালে র‍্যাবের ওপর হামলা: গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫ ১০:০৪ এএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাবের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। এসময় এক মাদক ব্যবসায়ী নিহত ও অন্য আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় র‌্যাব সদস্যরা মাদকবিরোধী অভিযান চালালে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় র‌্যাব সদস্যরা হামলার মুখে পড়লে আত্মরক্ষার্থে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামের দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। এ ছাড়া লাঠির আঘাতে আরও দুজন আহত হয়েছেন। যাদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। গুলিবিদ্ধ দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রাকিবকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত রাকিবকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি অলিউর রহমান জানান, র‌্যাব ওই এলাকায় সাদা পোষাকে মাদকবিরোধী অভিযানে যান। এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি এলোপাথারী ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত হয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছেন।

এদিকে মাদক ব্যবসায়ীদের গুলিতে দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে। যদিও এ ব্যাপারে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর