মির্জাপুরে উদযাপন করা হলো পহেলা বৈশাখ

শামীম মিয়া ,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ।পহেলা বৈশাখ উপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন আয়োজনে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাদ্যযন্ত্রের শব্দের সাথে তাল মিলিয়ে আনন্দ উল্লাস,নেচে,গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছে মির্জাপুরবাসী।
সকালে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়।পরে উপজেলা প্রশাসনের ব্যানারে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি মির্জাপুর পুরাতন বাসস্ট্যাণ্ড প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাপ্ত হয়।এতে সরকারি কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক নেতাসহ নানা পেশার মানুষ অংশ নেয়।পরে উপজেলা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন,টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।এ অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি)মাসুদুর রহমান,ওসি মো. মোশারফ হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: