৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের উপর পুলিশের আক্রমণে ডাকসু’র নিন্দা
আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১০:৫৩ পিএম
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) শাহবাগে চলমান চাকরিপ্রত্যাশী পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের আক্রমণ ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সকলের অধিকার। আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের ওপর এধরনের বলপ্রয়োগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।
যে কোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা এড়িয়ে চলতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষার নামে অযৌক্তিক বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। ধাওয়া, লাঠিচার্জ বা অপ্রয়োজনীয় বলপ্রয়োগ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে এবং গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে। এ ধরনের আচরণ ভবিষ্যতেও কোনো অবস্থাতেই পুনরাবৃত্তি করা যাবে না।
চলমান এই পরিস্থিতিতে ডাকসু সরকার ও আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ, সমঝোতা এবং একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের আহ্বান জানাচ্ছে। উত্তেজনা বা সংঘর্ষ কোনো পক্ষের জন্যই কাঙ্ক্ষিত নয়। পারস্পরিক আলোচনা ও সমঝোতাই চলমান এই সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।

আপনার মূল্যবান মতামত দিন: