ইবিতে জুলাই বিপ্লব বিরোধী অভিযোগ পর্যালোচনায় রিভিউ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫ ২৩:১১ পিএম
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব বিরোধী ভুমিকায় জড়িতদের বিরুদ্ধে সংঘটিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য একটি রিভিউ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত অনুযায়ী এবং পরিশিষ্ট-১২৩(গ) মোতাবেক এ কমিটি গঠন অনুমোদন দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
গঠিত রিভিউ কমিটিতে আহ্বায়ক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক এবং সদস্য হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হুসাইন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার কে দায়িত্ব দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগের ধরণ পর্যালোচনা, শান্তির মাত্রা নির্ধারণ, পরিমাণ নিরূপণ এবং নতুন অভিযোগ গ্রহণ বিষয়ক পরামর্শসহ পূর্ণাঙ্গ রিপোর্ট ১৫ কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আহ্বায়ক হিসেবে কমিটিতে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক বলেন, ‘আমি অফিসিয়ালি চিঠি পাইনি। আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সংশ্লিষ্ট বিষয়েও আমার ধারণা নাই। বিস্তারিত না জেনে এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে কমিটি গঠন করেছি। এর মধ্যে কেউ পদত্যাগ করলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। তবে প্রকৃত দোষীদের ছাড় হবে না।’
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: