পরীক্ষায় নকল করে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩৪ শিক্ষার্থী

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

পরীক্ষায় নকলসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩৪ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন। এর মধ্যে অধিকাংশদেরই পরীক্ষা বাতিল করে পরবর্তী এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় উত্তরপত্র, জব্দ করা কাগজপত্র ও শিক্ষার্থীদের জবাব যাচাই করে অধিকাংশ শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া গুরুতর অপরাধে জড়িত কিছু শিক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী তিন বছর (পরপর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি থাকবে না।

একই সভায় বিবিএ ১ম সেমিস্টার ২০২৪, বিবিএ ৬ষ্ঠ সেমিস্টার ২০২৩ এবং বিএসএড ২০২৪ পরীক্ষায় নকলের অভিযোগে অভিযুক্ত আরও তিন শিক্ষার্থীর শাস্তির সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর