ইবিতে ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে শাখা ছাত্রদলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ২৩:১০ পিএম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের পর প্রথম শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগয়ের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।

এসময় উপস্থিত ছিলেন  ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
 
স্মারকলিপিতে বলা হয়, গত ৯ অক্টোবর ফোকলোর স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফ্যাসিস্ট আওয়ামী-ছাত্রলীগের দোসর হিসেবে পরিচিত রাকিবুল ইসলাম রাকিব নামে এক প্রার্থী অংশগ্রহণ করেন, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। এটি জুলাই চেতনার পরিপন্থী ও জুলাই আন্দোলনের শহীদদের রক্তের প্রতি বেঈমানির শামিল বলে উল্লেখ করা হয়। 
 
আরো বলা হয়, আজ ১০ অক্টোবর 'আইন ও ভূমি ব্যবস্থাপনা' বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানায় তারা। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনোভাবে জুলাই চেতনাকে বাধাগ্রস্থ করতে চায় না এবং তারা ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানায়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর