ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের‌ বৃত্তি ও সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

ইবি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের‌ বৃত্তি ও সনদ প্রদান

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শাখা কর্তৃক স্কুল পড়ুয়া সাধারণ শিক্ষার্থীদের মাঝে “বৃত্তি ও সনদ” প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ৪র্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
 
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক শাহ ফরিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেন এবং স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি।
 
জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখে বৃত্তি  পরীক্ষাটির আয়োজন করেন তারা।এসময় ২৮৬০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং তাদের মধ্য থেকে ৩৫৩ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হন। এর মধ্যে ট্যালেন্টপুল কোটায় ১৫৬ জন এবং সাধারণ কোটায় ১৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সর্বমোট বৃত্তির অর্থের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৬০০ টাকা।
 
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে এসে ভালোই লাগলো। অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এই এলাকার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবারই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। মেধাবৃত্তি দেওয়ার মাধ্যমে এই এলাকায় শিক্ষা বিস্তারে তারা যে অবদান রাখছে তা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই বৃত্তি পাওয়ার মাধ্যমে এই এলাকার ছাত্র-ছাত্রীরা আগামী দিনে আরও বৃহত্তর অঙ্গনে ভালো ফলাফল বয়ে আনবে।
 
পরিচালক শাহ ফরিদ বলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার মূলত একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান। যা ২০০৪ সাল থেকে শুরু হয়ে আজ অবধি ছাত্রদের জ্ঞান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তাদের মেধা বৃদ্ধি, ফ্রী ব্লাড গ্রুপিং, শীতবস্ত্র বিতরণ-সহ বছরে একবার বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ বৃত্তি পরীক্ষায় প্রায় ৩০০০ শিক্ষার্থী পাঁচটি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলো। তার মধ্যে ৩৫৩ জন বৃত্তি পেয়েছে। প্রথম পর্বে ১৭ আগস্ট হরিনারায়ণপুর বয়েজ স্কুলে ১১৭ জন এবং আজকে ২য় পর্বে ঝিনাইদহ শৈলকূপা মহিলা ডিগ্রি কলেজে ২৩৬ জন শিক্ষার্থী বৃত্তি ও সনদ পেয়েছে। ১৫৬ জন ট্যালেন্টপুল এবং ১৯৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আমরা তাদের সফলতা কামনা করছি এবং বর্তমান স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর