নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি ক্যাপ এর উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: নারীদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে "উঠান বৈঠক" করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন)।
শুক্রবার (২২ আগস্ট) কুষ্টিয়ার ঘোড়াঘাট বড়বাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ক্যাপ এর প্রাণবন্ত ও দায়বদ্ধ সদস্যবৃন্দ এবং এলাকার নারীরা উপস্থিত ছিলেন।
বৈঠকের সভাপতিত্ব করেন শহীদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া ক্যান্সার সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা ইয়াসমিন।
প্রধান আলোচনায় জান্নাতুল মাওয়া স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে অ দ্বীতীয়া অদিতি জরায়ুমুখ ক্যান্সারের কারণ, প্রতিরোধ এবং নিয়মিত পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে এলাকার মা-বোনেরা খোলামেলা পরিবেশে নিজেদের সমস্যা, অভিজ্ঞতা ও ভয় প্রকাশ করেন। কেউ কেউ জানান- এতদিন এসব বিষয়ে কথা বলাকে লজ্জার মনে করতেন, তবে এ বৈঠকের মাধ্যমে তারা বুঝেছেন সচেতন হওয়াটাই মূল দায়িত্ব।
একজন মা বলেন, “আমরা এতদিন ভেবেছি এসব কথা শুধু লজ্জার। আজ বুঝলাম- লজ্জা না, জানা আর বোঝাটাই জরুরি।”
এক তরুণী জানান, “নিজের শরীর সম্পর্কে জানাটা নিজের দায়িত্ব। এখন আমি অন্যদেরও সচেতন করব।”
বৈঠকের শেষে ক্যাপ-এর পক্ষ থেকে “যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে লজ্জা আর লজ্জা নয়” স্লোগান তোলা হয়।
উল্লেখ্য, ক্যাপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক ও জনস্বাস্থ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি নারীদের মধ্যে স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করে এবং নিয়মিতভাবেই স্কুল, কলেজ ও গ্রামাঞ্চলে উঠান বৈঠকের আয়োজন করে থাকে। তাদের মুল লক্ষ্য “সচেতনতা ছড়িয়ে দেওয়া, যেন ক্যান্সারকে রোখা যায় সময়মতো।”
ক্যাপ বিশ্বাস করে, আমরা যদি হই সচেতন- ক্যান্সার রুখতে কতক্ষণ?”
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: