ইবি সিআরসি’র বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

ইবি সিআরসি’র বৃক্ষরোপণ কর্মসূচি

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি) শাখার উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২৩ আগস্ট) বিকাল আড়াই টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার এবং টিএসসিসি প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা কাঠগোলাপ, কামিনী, কাঁঠাল চাপা, জবা, শিউলি ও মেস্তাজবার সর্বমোট ৯ টি চারা রোপণ করেন।
 
সাধারণ সম্পাদক ফারিহা আঁখি বলেন, আমরা আজ শিশুদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি যাতে তারা গাছের গুরুত্ব ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ হৃদয়ে ধারণ করতে পারে। আমাদের লক্ষ্য, তারা যেন গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে জানতে পারে এবং গুরুত্ব বুঝতে শেখে। আজ রোপণ করা প্রতিটি গাছই ফুলের গাছ। কারণ শিশুরা যেমন কোমল, তেমনি তারা ফুলের মতোই সুন্দর ও সম্ভাবনাময়। ফুলগুলোর হাত দিয়ে ফুলের আগমন।
আমরা চাই, এই ছোট্ট হাতগুলো থেকেই ফুটে উঠুক ফুলের আগমন, সবুজে ভরে উঠুক আমাদের পৃথিবী।
 
সভাপতি মো. নাজমুল হাসান বলেন, পরিবেশকে রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলছি যাতে তারা ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলে।
 
ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য আজ আমরা ফুলের গাছ রোপণ করছি। এই ফুলের গাছগুলো শুধু সৌন্দর্যই নয়, শিশুদের মনে পরিবেশের প্রতি মমতা ও যত্নের বীজও বপন করবে।
আমাদের বিশ্বাস, আজকের এই ছোট্ট উদ্যোগ  
আগামীর সবুজ পৃথিবী গড়তে ভূমিকা রাখবে।
 
উল্লেখ্য পথশিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু শিক্ষা কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, ইফতার মাহফিল, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর