ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক প্রকাশের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের লেখা আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্মারক প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) 'জুলাই স্মৃতিকথা' স্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, "জুলাই বিপ্লব ২০২৪ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর উদ্যোগে একটি স্মৃতিস্মারক প্রকাশিত হবে ইনশা আল্লাহ। উক্ত স্মারকে তোমাদের লেখা স্মৃতিস্মারককে সমৃদ্ধ করবে। আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে তোমার লিখা জমা দিতে সবিশেষ অনুরোধ করছি।"
 
লেখা জমা দেয়ার ঠিকানা-
Whatsapp: 01718-374113, 01759-985550
Email: drkamrulhasan014@gmail.com
 
এবিষয়ে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, শহীদদের স্মরণে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে 'জুলাই স্মৃতিকথা' উপকমিটির দায়িত্বে আছি। সকল শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে লেখা দেয়ার আহ্বান জানানো হয়েছে। যারা লেখা দিবে তাদের ছবিসহ প্রকাশিত হবে। জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতি সংরক্ষণে এ স্মৃতিকথা অবিস্মরণীয় হয়ে থাকবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর