ইবিতে ফোকলোর স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ মে ২০২৫ ২৩:০৫ পিএম

ইবিতে ফোকলোর স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায়

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায়-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান ড. শিবলি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোখসানা মিলি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “যারা ফোকলোর নিয়ে পড়াশোনা করে, তারা মানুষ ও সমাজকে গভীরভাবে চেনে। তারা মানুষের উত্থান, গন্তব্য, আচরণ এবং সভ্যতা সম্পর্কে জানে। তাই এ বিষয়ে পড়া কখনোই হতাশার নয়। ফোকলোর লিবারেল আর্টসের একটি সমৃদ্ধ শাখা যা সমাজবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিভাগকে একাডেমিকভাবে আরও সমৃদ্ধ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।”

অনুষ্ঠান শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের বিভিন্ন শিল্পীরাও সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর