জয় দিয়ে শুরু বাংলাদেশের প্রস্তুতি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫ ২৩:০৪ পিএম

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ড মাঠে স্কটিশদের বিপক্ষে আগে বোলিং করে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

জয় দিয়ে শুরু বাংলাদেশের প্রস্তুতি

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ড মাঠে স্কটিশদের বিপক্ষে আগে বোলিং করে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে সারাহ ব্রাইসের ব্যাটে। এ ছাড়া ৫৫ রান করেন ডার্সি কার্টার ও ক্যাথরিন ফ্রেসারের ব্যাটে আসে ৫২ রান। বাংলাদেশের হয়ে রিতু মনি ২২ রানে নেন দুই উইকেট। পেসার মারুফা আক্তারের শিকার ছিল ২২ রানে এক উইকেট।

২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। ৫৭ রান করে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারি। এ ছাড়া ফারজানা হক পিংকির ব্যাটে আসে ৪৮ রান। রিতু মনি ৩৪ ও ইসমা তানজিমের ব্যাটে আসে ২৬ রান। স্কটল্যান্ডের হয়ে কোল অ্যাবেল ৩৩ রানে নেন ২ উইকেট আর ডার্সি কার্টার ৩৪ রানে নেন ১ উইকেট।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর