ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ এএম

নাজমুল হোসেন শান্ত লক্ষ্য বেধে নিয়েছেন, ‘এবার ফাইনাল খেলে ফিরব।’ চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য এমন চাওয়া অমূলক নয়। তবে বাধা বেশ বড়। আজ ভারতের বিপক্ষে লড়াই। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির টিকিট নিশ্চিতের ম্যাচ।

নাজমুল হোসেন শান্ত লক্ষ্য বেধে নিয়েছেন, ‘এবার ফাইনাল খেলে ফিরব।’ চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরে সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য এমন চাওয়া অমূলক নয়। তবে বাধা বেশ বড়। আজ ভারতের বিপক্ষে লড়াই। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির টিকিট নিশ্চিতের ম্যাচ।

শান্ত ব্রিগেড অতদূরের বিষয় নিয়ে ভাবতে চান না। টিম টাইগার্সের ভাবনার পুরোটা জুড়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল ৩টায় মাঠে নামবে দুদল। ভারতের ব্যাটিং তাণ্ডবের বদলা দিতে বোলারদের নিয়েই দিতে চাইবে বাংলাদেশ।

ট্রফির মিশন শুরুর ম্যাচে ভারতকে অল্পতে বেধে রাখতে চাইবে টাইগাররা। সেই হিসেবে বোলিংয়ে জোর দিয়েই দল সাজাবে টিম ম্যানেজমেন্ট। পেস ইউনিটের চারজনের মাঝে তিনজন থাকতে পারেন। তাসকিন আহমেদের সঙ্গী হতে পারেন তানজিম সাকিব ও নাহিদ রানা। স্পিনার হিসেবে রিশাদ হোসেন বা নাসুম আহমেদের একজনকে রাখতে পারে দল। তবে নিচের দিকে ব্যাটিংয়ে কথা চিন্তা করলে আজকের ম্যাচে থাকবেন রিস্ট স্পিনার রিশাদ।

ব্যাটিংয়ে ওপেনিং পজিশনই যা নড়বড়ে, বাকিটা অনেকটা ঠিক করাই আছে। টাইগারদের হয়ে উদ্বোধন করতে আসতে তানজিদ তামিমের সঙ্গে ইনিংসের উদ্বোধন করতে পারেন সৌম্য সরকার। তিনে অধিনায়ক শান্ত, চারে মুশফিকুর রহিম। এরপর জাকের আলী অনিক/তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ। সেক্ষেত্রে ১৫ জনের স্কোয়াডে ভারতের বিপক্ষে বাদ পড়তে পারেন পারভেজ হোসেন ইমন, মোস্তাফিজুর রহমান, তাওহীদ বা জাকের ও নাসুম আহমেদ।

ভারত তাদের একাদশে স্পিন অলরাউন্ডার বেশি নিয়ে নামতে পারেন। তবে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হচ্ছেন শুভমন গিল। তিন ও চারে বিরাট কোহলি ও কেএল রাহুল। নিচের দিকে ব্যাটিং করার ক্ষমতা আছে জাদেজা ও অক্ষর প্যাটেলের। মাঝে হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার ধরবে হাল। স্পিনার কুলদীপ যাদব ও পেসার হিসেবে থাকতে পারেন হার্ষিত রানা ও মোহাম্মদ শামি।

পরিসংখ্যান, শক্তিমত্তা ও মুখোমুখি দেখা—কোনোটিতেই এগিয়ে নেই বাংলাদেশ। এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ আটটিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা। এবার পেসারদের নিয়ে আরেকটি ইতিহাস গড়তে চান শান্ত ব্রিগেড।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়/জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান ও নাহিদ রানা।

ভারত সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর