দেশের বাইরে হবে তামিমের চিকিৎসা
বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। সাভারের কেপিজে হাসপাতালে তৎক্ষণাৎই হার্টে স্ট্যান্টিং করানো হয়। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখন সেখানে পর্যবেক্ষণে আছেন তামিম। জানা গেছে, প্রয়োজন হলে তামিমকে দেশের বাইরে পাঠানো হবে।
আপাতত তামিমকে স্থানান্তরিত না করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে কারণে আপাতত ঢাকায় রাখা হচ্ছে। এখানে তার শারীরিক অবস্থার উন্নতি হলে দেশের বাইরে নেওয়া হবে বলে জানা গেছে। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, তামিমকে থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে তামিমের সঙ্গে তিনিও যাবেন বলে জানান। এ ছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জানান, তামিমকে প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে।
গত পরশু রাতে সাভার কেপিজে হাসপাতাল থেকে তামিমকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রাত ১০টায় দেখতে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তামিমকে দেখে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘এখনো ডাক্তারদের সঙ্গে পরিবার কথা বলছে। যদি তারা কোনো পরামর্শ দেন, তাহলে পরিবার দেখবে।’
এদিকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তামিমের তিন মাস সময় লাগবে বলে জানা গেছে। এরপরই জানা যাবে তামিম মাঠে ফিরতে পারবেন কি না।
আপনার মূল্যবান মতামত দিন: