সুযোগ নষ্টের খেসারত দিয়ে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ২১:০৩ পিএম

বাংলাদেশ দুর্দান্ত খেলেও ভারতের মাটিতে জয় পায়নি। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ০-০ ড্র করেই মাঠ ছেড়েছে লাল-সবুজের দল। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

ম্যাচটা দিয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। তবে বাংলাদেশ দলে বড় চমক ছিল শুরুর একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার জায়গায় নেতৃত্ব দেন তপু বর্মণ। কিন্তু ২২ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তপুকে। এরপরও বাংলাদেশ বল দখলে রেখে খেলেছে, ভারতের রক্ষণে চাপ সৃষ্টি করেছে, কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে।

ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভারতীয় গোলরক্ষক বিশাল কাইথের ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি, কিন্তু ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি তিনি। ৯ মিনিটে শেখ মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমন হেড নিলেও লক্ষ্যে রাখতে পারেননি।

২১ মিনিটে আবারও সুযোগ নষ্ট করেন ইমন। মোরসালিনের ক্রস থেকে ছয় গজের বক্সে থেকেও হেড লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি। উল্টো এই হেড নেওয়ার সময় ধাক্কা লেগে আহত হন অধিনায়ক তপু বর্মণ। কিছুক্ষণ মাঠে থাকার পর শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে পারেননি তপু।

ভারত প্রথম ভালো সুযোগ পায় ৩১ মিনিটে। লিস্টন কোলাচোর ক্রস থেকে উড়ন্ত সিংয়ের হেড ঠেকান বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ফিরতি শটও আটকে দেন মিতুল।

৪১ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন জনি, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিস্টন কোলাচো আক্রমণে গেলে পেছন থেকে এসে দারুণ ট্যাকল করেন হামজা চৌধুরী।

৫৫ মিনিটে লিস্টন আবারও সুযোগ তৈরি করেছিলেন। জনি বাধা দিলেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, লিস্টনের ক্রস থেকে ছেত্রী হেড নিতে চেয়েও ব্যর্থ হন।

৬১ মিনিটে বিশাল কাইথ আবারও ভুল করে বল তুলে দেন জনির পায়ে, কিন্তু এবারও বাংলাদেশের ফরোয়ার্ড গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি।

ভারত কোচ মানোলো মার্কেজ ৬৫ মিনিটে দুটি পরিবর্তন আনেন, আর ৭৩ মিনিটে কর্নার থেকে শুভাশিসের হেড পোস্টের সামান্য বাইরে চলে গেলে রক্ষা পায় বাংলাদেশ।

৭৮ মিনিটে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা মোরসালিন ও হৃদয়কে তুলে এনে মাঠে নামান মোহাম্মদ সোহেল ও সোহেল রানাকে।

৮৪ মিনিটে সুনীল ছেত্রী হেড নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই ছেত্রীকে তুলে নেন ভারত কোচ। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে সাদ উদ্দিনের বাড়ানো বলে রাকিব হোসেন ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তার শট চলে যায় অনেক ওপর দিয়ে। শেষ পর্যন্ত ০-০ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর