ভারতের সামনে হামজা চ্যালেঞ্জ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫ ২২:০৩ পিএম

বর্তমানে বাংলাদেশ ফুটবলের কথা বললেই হামজা চৌধুরীর নাম আসবে সবার আগে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলে এই ২৭ বছর বয়সি মিডফিল্ডারের প্রথম ম্যাচ আজ। তার দিকেই সবার নজর থাকবে। মাঠের লড়াইয়ে ভারতের জন্য মিডফিল্ডে বড় চ্যালেঞ্জের নাম হচ্ছে হামজা। ইংলিশ ফুটবলে খেলা তারকা খেলোয়াড়কে কীভাবে মোকাবিলা করে ভারত সেটিই হবে দেখার বিষয়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও হামজাকে ঘিরে অনেক কথা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ ফুটবলের কথা বললেই হামজা চৌধুরীর নাম আসবে সবার আগে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলে এই ২৭ বছর বয়সি মিডফিল্ডারের প্রথম ম্যাচ আজ। তার দিকেই সবার নজর থাকবে। মাঠের লড়াইয়ে ভারতের জন্য মিডফিল্ডে বড় চ্যালেঞ্জের নাম হচ্ছে হামজা। ইংলিশ ফুটবলে খেলা তারকা খেলোয়াড়কে কীভাবে মোকাবিলা করে ভারত সেটিই হবে দেখার বিষয়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও হামজাকে ঘিরে অনেক কথা হয়েছে।

ভারত কোচ মানোলো মার্কুয়েজের মতে, খুবই ভালো একজন ফুটবলার হামজা। কেননা, ইংলিশ প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়নশিপে খেলছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কুয়েজ বলেন, ‘অবশ্যই সে ভালো খেলোয়াড়। আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য এটা ভালো বিষয় যে, এমন মানের একজন খেলোয়াড় জাতীয় দলে খেলছে।’

ভারত কোচ আরো জানান, হামজাতে বাড়তি অনুপ্রাণিত হবেন জামাল ভূঁইয়ারাও। তবে বেশিদিন দলের সঙ্গে অনুশীলন কিংবা ক্যাম্পে ছিলেন না হামজা। দলে কীভাবে প্রভাব ফেলেন, তা দেখতে হবে। মার্কুয়েজ বলেন, ‘তার আগমন বাংলাদেশ দলের দারুণ প্রাপ্তি।’

অপরদিকে গত জুনে অবসরে যাওয়া অভিজ্ঞ ফরোয়ার্ড সুনিল ছেত্রী ভারতীয় দলে ফিরেছেন। এই ফুটবলারের ভূয়সী প্রশংসা করেছেন ভারত কোচ মার্কুয়েজ। তার মতে, ছেত্রী ফেরার ম্যাচে ভারত জিতেছে। এটি বাংলাদেশ ম্যাচে তাদের আত্মবিশ্বাসে টনিক হিসেবে কাজ করবে।

মার্কুয়েজ বলেন, ‘আমি তাকে ডেকেছি, কারণ ভারত কোচ হিসেবে আমার প্রথম ম্যাচে আমরা গোল করতে পারিনি। সুযোগ তৈরির ক্ষেত্রেও আমাদের সমস্যা হয়েছে। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটি সব সময় গুরুত্বপূর্ণ। আপনি আগেই বলতে পারবেন না ম্যাচের ফল কী হবে। তবে বাংলাদেশকে হারানোর চেষ্টা করতে চাই।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর