নির্বাচন করার ঘোষণা আমিনুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটে আরও সময় দেওয়ার ইচ্ছাতেই বিসিবিতে কাজ করতে আগ্রহী আমিনুল।
গতকাল বোর্ড সভায় বিসিবির পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন। শোনা যাচ্ছে, ৪ অক্টোবরই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বেছে নেওয়ার দায়িত্বটা আমিনুল নিজ কাঁধে নিয়েছেন। ২-১ দিনে তা প্রকাশ পাবে। কিছুদিন আগে আমিনুল ইসলাম ক্রিকেটের মসনদে থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘‘আমি জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে স্বাধীনভাবে এখানে এসেছি। যদি তারা আমাকে চালিয়ে যেতে চায়, আমি থাকব এবং আমার সেরাটা দেব।’’
নির্বাচন করার জন্য ‘প্রয়োজনীয় সম্পদ’ তার কাছে নেই বলে দাবিও করেছিলেন। কিন্তু সপ্তাহখানেকের ভেতরেই আমিনুল পাল্টে ফেলেছেন নিজের সিদ্ধান্ত। ক্রিকেটের উন্নয়নে পাশে থাকতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ‘‘ফাহিম ভাই (নাজমুল আবেদীন) ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে জানিয়েছেন যে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। এখানে সম্পূর্ণ নির্বাচনই হবে। কারণ, শুধু সভাপতি নির্বাচন হয় না। এখানে ডিরেক্টরি নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয় আমি চেষ্টা করব, যে ভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার।’’
বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন কাউন্সিলররা। গত বছর সরকার পরিবর্তনের পর ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন। বছর না ঘুরতেই তাকে সরিয়ে আমিনুল ইসলাম বোর্ডের দায়িত্ব নেন। তখন তিনি আইসিসির চাকরি করছিলেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুরোধে আমিনুল আইসিসির চাকরি থেকে বাংলাদেশে ফিরে এসে বিসিবির শীর্ষ পদ গ্রহণ করেছিলেন। ছোট্ট টি-টোয়েন্টি ইনিংস খেলার ঘোষণা দিয়েছিলেন আমিনুল। কিন্তু দেশের ক্রিকেটের প্রয়োজনে ইনিংস লম্বা করার প্রয়োজন অনুভব করছেন তিনি। শুরুতে তাকে পরিচালক হিসেবে নির্বাচন করতে হবে। পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটে নির্বাচিত হয় বিসিবি সভাপতি।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: