বড় জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

দাপুটে বোলিংয়ে কাজটা অর্ধেক শেষ করে রেখেছিলেন বোলাররা। এরপর দুর্দান্ত ব্যাটিং করে বাকি পথটা পাড়ি দিলেন পারভেজ হোসেন ইমন-তাওহীদ হৃদয়রা। তাতেই তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।
আজ রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে মোস্তাফিজুর রহমানের রেকর্ড গড়া বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ।
লক্ষ্য ১১১। সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিদায় নেন তানজিদ হাসান (১)। ক্রিজে এসে টিকতে পারেননি লিটন দাসও (১)। তাতে চাপে পড়ে যায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় এসে সেই চাপ উড়িয়ে দেন। পারভেজ হোসেন ইমনের সঙ্গে গড়েন ৬২ বলে ৭৩ রানের জুটি। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে আসে টাইগাররা।
এরপর তাওহীদ ৩৬ রান করে বিদায় নিলেও বাকি পথে আর কোনো বিপদ হতে দেননি জাকের আলী ও পারভেজ। দুজন মিলে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।।পারভেজ ফিফটি করে ৩৯ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫ ছয় ও ৩ চারের মার। জাকের অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।
এর আগে,তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেন। দাপুটে বোলিংয়ে পাকিস্তান অল আউট হয়েছে শেষ ওভারের প্রথম তিন বলে তিন উইকেট হারিয়ে। এর আগেও উইকেটের মিছিলে যোগ দেয় তারা। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। আর কেউ ত্রিশ পার হতে পারেননি। আব্বাস আফ্রিদি করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। ম্যান ইন গ্রিনদের সাত ব্যাটার আউট হন সিঙ্গেল ডিজিটে।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে দারুণ বোলিংটা করেছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার আজ মিরপুরে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজেই ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
মোস্তাফিজের সঙ্গে হাত মেলান তাসকিন আহমেদ, শেখ মাহেদি ও তানজিম হাসান সাকিব। তাসকিন ৩.৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মাহেদি ও তানজিম সমান ১টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফখর ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমান মির্জা ০, আবরার ০*; মাহেদি ১/৩৭, তাসকিন ৩/২২, তানজিম ১/২০, মোস্তাফিজ ২/৬০-৬-২)
বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩ (তানজিদ ১, পারভেজ ৫৬*, লিটন ১, হৃদয় ৩৬, জাকের ১৫*; সালমান ২/২৩, আব্বাস ১/১৬)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
আপনার মূল্যবান মতামত দিন: