ইতিহাস গড়ে দেশে ফিরেই সংবর্ধনা পাচ্ছে নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবলের জন্য এ এক নতুন ভোরের পূর্বাভাস। প্রথমবারের মতো এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে আজ রোববার (০৬ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠান। এমন অভিনব আয়োজনে প্রস্তুত দেশের ফুটবলপ্রেমীরা।
মিয়ানমারে বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স শেষে বাংলাদেশ নারী দল রোববার সন্ধ্যায় স্থানীয় সময় রওনা দেবে। থাইল্যান্ড হয়ে মধ্যরাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছাবে তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সোজা যাবে হাতিরঝিলে, যেখানে অপেক্ষায় থাকবে জাতির অভিনন্দন আর ভালোবাসা।
এই রাত হতে যাচ্ছে একসাথে বরণ, সম্মান ও বিদায়ের অভূতপূর্ব উপলক্ষ। কেননা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা পরদিনই ভুটান লিগে খেলতে ঢাকা ছাড়বেন। আরও তিনজন ফুটবলার যাত্রা করবেন দুই দিন পর। ফলে পুরো দল একসাথে থাকছে মাত্র কয়েক ঘণ্টা। সেই সময়টাকেই রঙিন করে তুলতে এই মধ্যরাতের আয়োজন।
ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, বিষয়টা আনন্দের। তবে আনন্দের মাঝেও থেকে গেছে এক প্রশ্নচিহ্ন। এখনো পর্যন্ত বাফুফে এই ইতিহাস গড়া দলের জন্য কোনো অর্থনৈতিক পুরস্কার ঘোষণা করেনি। স্মরণ করিয়ে দিতে হয়, ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলারদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল ফেডারেশন। কিন্তু দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সেই অর্থ এখনো পুরোপুরি হাতে পৌঁছায়নি। তাই এবার অনেকেই চাচ্ছেন, এই অর্জন শুধু সংবর্ধনার শব্দে সীমাবদ্ধ না থেকে খেলোয়াড়দের ভবিষ্যতের নিরাপত্তা ও প্রেরণার মাধ্যম হয়ে উঠুক।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: