মাঠে নেমেই উইকেট তুলে নিলেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ মে ২০২৫ ২২:০৫ পিএম

মোস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজও খেলছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসার। নিজের করা প্রথম ওভারেই প্রিয়াংশ আরিয়াকে ত্রিস্টান স্তাবসের ক্যাচ বানিয়ে বিদায় করেছেন মোস্তাফিজ।

জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আইপিএলের এবারের আসরে সুযোগ পেয়েই নিজের সেরাটা দিচ্ছেন মোস্তাফিজ। দারুণভাবে রান আটকে রাখার পাশপাশি উইকেট তুলে নেওয়ার কাজটিও করছেন এই পেসার। তারই ধারাবাহিকতায় পাঞ্জাবের বিপক্ষেও দেখালেন ঝলক।

নিজের প্রথম ওভারেই পাঞ্জাবের নতুন তারকা আরিয়াকে ফাঁদে ফেলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসারের শর্ট লেংথের বলটা মারতে গিয়েই টাইমিং গড়বড় করে ফেলেন আরিয়া। দারুণ দক্ষতায় সেই বল তালুবন্দি করেন স্টাবস। অবশ্য পরের ওভারেই একটি করে চার-ছক্কায় ১৪ রান হজম করেন ফিজ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর