ব্রাজিল কাপে সান্তোসের স্বপ্নভঙ্গ, নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত

দীর্ঘ ইনজুরির ছায়া কাটিয়ে অবশেষে মাঠে নামলেন ব্রাজিলীয় ফুটবল মহাতারকা নেইমার জুনিয়র। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি তার জন্য কোনো উৎসবের উপলক্ষ হয়ে ওঠেনি। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে গোলশূন্য ড্র করে সান্তোস। আর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও সৌভাগ্য সঙ্গ দেয়নি নেইমারদের—হার মানতে হয় ৫–৪ ব্যবধানে।
বেঞ্চে থেকে শুরু করা এই ম্যাচে ৬৬তম মিনিটে বদলি হিসেবে নামেন নেইমার। প্রথম টাইব্রেকিং কিকে বল জালে পাঠালেও বাকি সতীর্থদের ব্যর্থতায় সান্তোসের বিদায় নিশ্চিত হয়। ম্যাচ শেষে হতাশার সুরে তিনি বলেন, “আমি জানি আমার নামাটা কিছুটা পরিবর্তন আনতে পারে। তবে দলীয় প্রচেষ্টাই শেষ কথা। এখানে আমরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল।”
নেইমারের সান্তোসে ফেরাটা এখন পর্যন্ত খুব একটা উজ্জ্বল হয়নি। চোট-আঘাতের কারণে তিনি মাঠে সময় দিতে পেরেছেন সীমিত। সব মিলিয়ে মাত্র ১০টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ৩ গোল ও সমান সংখ্যক অ্যাসিস্ট। সান্তোসও লিগ টেবিলের নীচের দিকে অবস্থান করছে, অবনমনের শঙ্কা এখনও কাটেনি।
এদিকে ক্লাবটির সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। চুক্তি নবায়ন নিয়ে প্রশ্ন করলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “এখনও কিছু চূড়ান্ত হয়নি।” ক্লাব কর্তৃপক্ষ আগ্রহ দেখালেও নেইমারের পক্ষ থেকে আসেনি কোনো স্পষ্ট সংকেত।
মাঠের বাইরে নেইমারকে ঘিরে ছিল তীব্র ভক্ত উন্মাদনা। হোটেল ছাড়ার সময় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভক্তরা এগিয়ে আসে তার দিকে। তবে সেই মুহূর্তেও শান্তভাবে হাত নাড়িয়ে তাদের প্রতি ভালোবাসা জানাতে ভোলেননি তিনি।
চোট-ফেরা, প্রত্যাবর্তনের চাপ, দলের ব্যর্থতা এবং নিজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে নেইমার এক অনিশ্চিত অধ্যায়ে পা রেখেছেন। আগামী দিনে তার সিদ্ধান্ত কেমন হবে, সেটাই এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: