আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে ২ জনসহ মোট ১৯ জন নিহত ও চার শতাধিক আহত হওয়ার ঘটনার পর নৈতিকতাবোধের দায় নিয়ে এ দায়িত্ব ছাড়েন তিনি।

দিনের শুরুতেই নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা দলীয় কার্যালয়ে বৈঠকে রমেশ লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, লেখক বৈঠকেই জানান যে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই তিনি মন্ত্রিসভার বৈঠকে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ১৫ জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, তরুণ নেতৃত্বে শুরু হওয়া জেন জেড আন্দোলন সোমবার নেপালের বিভিন্ন শহরে ব্যাপক আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুসহ একাধিক নগরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর