দীর্ঘ বিরতির পর দেশে ফিরলেন শাবানা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

চিত্রনায়িকা শাবানা; যাকে বলা হতো ঢালিউডের বিউটি কুইন। দেশ ছেড়ে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস নায়িকার। এক সময়ের আইকনিক এই তারকা দীর্ঘ বিরতির পর ফিরে এলেন দেশে।

শোনা যায়, কয়েকদিন আগেই তিনি নীরবে ঢাকায় এসেছেন। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন; নিজের মতো করে সময় কাটাচ্ছেন অন্তরালেই।

এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান।

তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবানা। এর মধ্যে ১৩০টি সিনেমায় তার বিপরীতে ছিলেন আলমগীর। এছাড়াও রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন ষাটের দশকে, ‘নতুন সুর’-এ। নায়িকা হিসেবে অভিষেক ঘটে ‘চকোরী’-তে, নাদিমের সঙ্গে।

জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে থেকেও হুট করে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। ২৫ বছরের বেশি সময় ধরে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। এবার দীর্ঘদিন পরই তার দেশে ফেরা; তাও ৫ বছর দীর্ঘ বিরতির পর।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর