আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের কলাপাড়ার”- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া পটুয়াখালী: অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত, হিন্দু ধর্মগ্রন্থ গীতা পাঠ এবং রাখাইন সম্প্রদায়ের ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন। সভায় শিক্ষার গুরুত্ব ও সাক্ষর সমাজ গঠনে সবার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন সাক্ষরতা দিবসের গুরুত্ব নিয়ে। তাদের বক্তব্যে উঠে আসে—সাক্ষরতা কেবল শিক্ষা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চারজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম মৃধা ।
সভায় সংগঠনের সভাপতি রাকায়েত ও সাধারণ সম্পাদক মুছাসহ সকল সদস্য অংশগ্রহণ করেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: