ডাকসু নির্বাচন নিয়ে গুজবে কান দেবেন না: প্রধান রিটার্নিং কর্মকর্তা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ঘিরে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, ভোট ঘিরে নানা গুজব ছড়ানো হচ্ছে এবং গুজব ছড়ানো হবে। গুজব সামাজিক ব্যাধি, এটি থাকবে। গুজবে কেউ কান দেবেন না। সবাই সচেতন থাকবেন।

তিনি বলেন, ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনার দৃশ্য বাইরে এলইডি স্ক্রিনে দেখানো হবে।

ড. জসিম উদ্দিন বলেন, কারো মধ্যে কোনো ধরনের ভয়ভীতি থাকার কারণ নেই। দীর্ঘ দিন পর ডাকসু নির্বাচন হওয়ার কারণে শিক্ষার্থীরা এটিকে বড় সুযোগ হিসেবে দেখছে। ভোট কেন্দ্রে ভোটারদের এসে যাতে অপেক্ষা করতে না হয়, সে ব্যবস্থা করেছি এবং কাজ করেছি। পর্যাপ্ত পরিমাণে বুথ থাকবে।

তিনি বলেন, ডাকসু নিয়ে আশঙ্কা ছিল, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। ভোটারদের প্রাণের দাবি ছিল ডাকসু, বৈধ ভোটারদের সবাইকে ভোট প্রদানের আহ্বান থাকবে। কেন্দ্রে ভোট দেওয়ার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা করেছি। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই। সবার সহযোগিতা চাই। ছোট এই কমিশনের জন্য এত বড় মহান একটা কাজ সম্পন্ন করা কঠিন।

প্রার্থীদেরকে অনলাইনে সাইবার অ্যাটাক করার বিষয়ে তিনি বলেন, অনলাইনে সাইবার বুলিং করা হচ্ছে অনেককে। প্রার্থীরা অনেকে উদ্বেগের কথা জানিয়েছিল, বিষয়টি আমলে নিয়েছি। যখন কেউ আমাদেরকে জানিয়েছে, তখন আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রাব্বানী, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম ও অধ্যাপক শামীম রেজা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর