শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৫ জানুয়ারি ২০২৬ ১২:০১ পিএম
গতকাল ২৪ ডিসেম্বর (শনিবার) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।
পাবনায় নির্বাচনী জনসভা শেষ করে আমীরে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর দরবারে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ইকবাল হোসাইন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা-সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: