১০ দলীয় নির্বাচনী ঐক্যে বাংলাদেশ লেবার পার্টির যোগদান

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১১:০১ এএম

১০ দলীয় নির্বাচনী ঐক্যে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর আগে আজ ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাদের সাথে বৈঠক করেন।

 

বাংলাদেশ জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে ১০ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

পরে ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর