রাজনীতিতে আসছে তরুণদের নতুন প্ল্যাটফর্ম

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ১২:০১ পিএম

রাজনীতির মাঠে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন প্ল্যাটফর্ম। বৈষম্যহীন সমাজ ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে।

৫ আগস্ট-পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস নিয়ে গত ১৭ মাসে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি রাজনৈতিক মঞ্চ যুক্ত হচ্ছে, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ।

ছাত্রনেতা অনিক রায় বলেন, মানুষের জীবনের মান বৃদ্ধি না হলে ৭১ কিংবা ২৪—কোনো আন্দোলনই প্রকৃত অর্থে সফল বলা যাবে না। তার মতে, বাংলাদেশের দুই আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে অর্থনৈতিক বৈষম্য দূর করা জরুরি। সেই লক্ষ্য থেকেই নতুন এই রাজনৈতিক যাত্রা।

জুলাই আন্দোলনের সমন্বয়ক নাজিফা জান্নাত জানান, দীর্ঘ সময় ধরে আলোচনা ও মতবিনিময়ের পর সবাই মিলে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার, ১৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এই নতুন প্ল্যাটফর্মের। সেদিনই প্রকাশ করা হবে এর ঘোষণাপত্র ও সাংগঠনিক মডেল। উদ্যোগের সঙ্গে যুক্ত ছাত্রনেতাদের দাবি, এই সংগঠনের কাঠামোতে থাকবে ভিন্নতা ও নতুনত্ব।

অনিক রায় বলেন, তারা এমন একটি সাংগঠনিক মডেল চালু করতে চান, যা বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় খুব একটা দেখা যায় না। ইউরোপসহ বিভিন্ন দেশে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলগুলোর মতো যৌথ নেতৃত্বভিত্তিক কাঠামো অনুসরণ করা হবে, যাতে দল কোনো একক ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করে।

বিভিন্ন রাজনৈতিক দল ও নতুন উদ্যোগ জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটা ভূমিকা রাখতে পারবে? এমন প্রশ্নে তিনি বলেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি বা পুরোপুরি পুঁজিবাদ—কোনোটিই তারা চান না। বরং ব্যবসা ও রাষ্ট্রীয় ভূমিকার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে রাষ্ট্র কিছু খাতকে অগ্রাধিকার দেবে।

নাজিফা জান্নাত জানান, শুরুতেই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি না দিয়ে কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চান তারা। মানুষের মুখে মুখেই নতুন প্ল্যাটফর্মের পরিচিতি ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা তাদের।

উদ্যোগের সঙ্গে যুক্ত নেতারা জানান, আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ব্যাপারে তারা আশাবাদী।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর