ঘরে ঘরে চিরকুট দিচ্ছেন বিএনপি প্রার্থী

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ১২:০১ পিএম

জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তার বাসায় প্রতিদিন অসংখ্য নেতাকর্মীরা ভিড় করছে। ভিড়ের কারণে সড়কে চলা-ফেরা করতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।

এজন্য তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ‘সরি ও ধন্যবাদ’ লেখা চিরকুটের চিঠি পৌঁছে দিয়ে দুঃখ প্রকাশ করছেন। অফিসিয়াল প্যাডে অভিনব এ চিঠি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি।

নির্বাচন ঘিরে নেতাকর্মী, সমর্থকদের বাড়তি উপস্থিতি যেনো উত্তরার ৯নং সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের বিড়ম্বনার কারণ না হয়, সেই বিষয়ে সতর্ক রয়েছেন ধানের শীষের এই প্রার্থী। সেইসঙ্গে নির্বাচিত হবার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতাও স্পষ্ট করছেন তিনি।

ঢাকা ১৮ সংসদীয় আসন উত্তরা, উত্তরখান,দক্ষিনখান,খিলক্ষেত,তুরাগ থানার অন্তর্ভুক্ত। শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন জানান, অঞ্চলভিত্তিক সঙ্কটের সমাধান আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়ছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি'র আরিফুল ইসলাম আদীব।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর