এনসিপিসহ চার দলের সমন্বয়ে নতুন জোটের ঘোষণা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

জাতীয় নাগরিক পার্টিসহ চার দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এ জোট।

আগামীকাল বেলা ১১টায় রাজধানীর শাহবাগ শহীদ আবু সাঈদ কনভেশন হলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর