গলাচিপায় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত প্রার্থীর সংবাদ সম্মেলন।
মো :জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনিত প্রার্থী অধ্যাপক মুঃ শাহ আলম গতকাল সোমবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গলাচিপা বালিকা বিদ্যালয়ে উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক-গণমাধ্যম কর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনে করেন।
তিনি বলেন,গলাচিপা-দশমিনা উপজেলার নানাবিধ সমস্যা উত্তরণে ঘুষ দুর্ণীতি, হাট বাজারে সন্ত্রাসীদের চাঁদাবাজি, দখল বাণিজ্য, অফিস সহ থানায় দলীয় প্রভাব বিস্তার করার বিপক্ষে জামায়াত ইসলাম কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ সহ নারীর উন্নয়নে জন মানুষের চাহিদা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করার জন্য নতুন প্রজন্ম সহ সকল ভোটারদের প্রতি দাড়িপাল্লায় ভোট প্রদানের জন্য নির্বাচনী এলাকায় জনগণের প্রতি আহবান জানান। এছাড়া সকল নির্বাচনী প্রার্থীদের সাথে সৌজন্যতা বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কোন প্রকার সন্ত্রাস সংঘাতে বিশ্বাস করে না জামায়াতের কোন নেতাকর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বি,এন,পি’র সাথে নির্বাচনে ঐক্য হওয়ার প্রশ্নই আসে না। বর্তমান ৮টি ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচনে অংশ নেবে এবং কোরআন হাদিসের আলোকে একটি সুন্দর আদর্শ নির্ভর উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ পরিচালনয় কাজ করবে। বাংলাদেশ জামায়ত ইসলামী দল দেশের মানুষের সমর্থন দেখে কোন কোন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আমীর মাওলানা মোঃ ডা. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়ত ইসলামের সদস্য ও সাবেক আমীর মাওলানা অধ্যাপক মোঃ ইয়াহিয়া খান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহ আলম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: