চাঁপাই সদরে বিএনপিতে একাধিক প্রার্থী; ঐক্যবদ্ধ জামায়াত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ০৮:০৮ এএম

ফাইল ছবি

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাংগীর এর সমাধীস্থল চাঁপাইনবাবগঞ্জ ৩ (সদর) আসনে আসন্ন সংসদ নির্বাচনে এখনো চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। অন্তত ৫ জন এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন। তবে জামায়াত থেকে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল কে প্রার্থী চূড়ান্ত করে বেশ জোরেসোরে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

জুলাই অভ্যুত্থানের পর আওয়ামীলীগের পতনে এই জেলার রাজনীতি মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বিগত ১৬ বছরের রাম রাজত্ব ছেড়ে দলের অধিকাংশ নেতার ভারতে পলায়নের পর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছেনা আওয়ামীলীগের। এদিকে জুলাই অভ্যুত্থানের পর গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চাঁপাইনবাবগঞ্জে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। তবে এ আসনে তাদের কোনো প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনকেন্দ্রিক তৎপরতা একেবারেই দেখা যাচ্ছেনা।

 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে। একাধিক গ্রুপে বিভক্ত বিএনপিতে একাধিক প্রার্থী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একজন আরেকজনের বিরুদ্ধে প্রকাশ্যে মঞ্চে নানা ধরনের খোঁচামূলক বক্তব্য প্রদান অব্যহত রেখেছেন। মনোনয়ন লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিএনপি’র এই বিশৃঙ্খলার বিপরীতে জামায়াতে ইসলামী অনেক বেশি সুসংগঠিত। একক প্রার্থী নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলের লোকজন।

 

আসনটিতে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। তিনি ভোটারদের কাছে যাচ্ছেন, সম্প্রতি তিনি পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান। পরে তার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, হাসিনা সরকারের পতনের পর মানুষের মধ্যে নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে। দেশের জনগণ ৫৪ বছর অন্য সব রাজনৈতিক দলগুলোকে দেখেছে। কিন্তু এবার জামায়াতকে ঘিরেই নতুন স্বপ্ন দেখতে চায়।

 

স্থানীয় বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে বিএনপি’র রাজনীতি তিনটি ধারায় বিভক্ত হয়ে গেছে। একদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ। অন্যদিকে, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজের আলাদাভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা লক্ষ্য করা যাচ্ছে। ২০২১ সালের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে হারুনপন্থিরা সবাই বাদ পড়েন। বিএনপিতে হারুনবিরোধীদের কমিটিতে পদ-পদবি দেয়া হয়। সেই থেকে হারুনের কাছের অনুসারী নেতাকর্মীদের অনেকটাই কোণঠাসা করে রাখা হয়েছে। মোটকথা বিএনপি’র নতুন নেতৃত্বে হারুনবিরোধী একটি বলয় তৈরি হয়েছে। এই গ্রুপিংয়ের কারণে তৃণমূল কর্মীরা বিভক্ত ও হতাশ। সবমিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র আশা ভরসা নির্ভর করছে তাদের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের ওপর।

 

এই আসনে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ দীর্ঘদিন একক প্রার্থী। তবে জেলা বিএনপি’র নেতৃত্ব তার বিরোধীদের হাতে থাকায় তিনি কিছুটা কোণঠাসা। ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে হারুনুর রশিদ সংসদে যোগ দিয়ে আওয়ামীলীগকে বৈধতা দেয়ায় তুমুল সমালোচনার মুখে রয়েছে খোদ দলের লোকজনের কাছে। এ নির্বাচনে অবৈধ সংসদে যাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হারুনের বিরুদ্ধে আস্থার সংকট তৈরি হয়। একই কারণে হারুনবিরোধীদের হাতে দলের দায়িত্ব দেয় বিএনপি। এই বিষয়ে প্রকাশ্যে খোঁচা দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াকে।

 

তবে হারুনুর রশিদের মনোনয়ন নিশ্চিত বলছেন তার অনুসারীরা। সম্প্রতি এক সমাবেশ তাকে মনোনয়নের গ্রীন সিগন্যাল দেয়া হয়েছে বলেও দাবি করেছেন হারুনুর রশিদ।

 

এদিকে, এ আসনে মনোনয়নের জন্য আলাদাভাবে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে গণসংযোগ চালিয়ে আসছেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ। গোলাম জাকারিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ বিরতির পর দলের দুঃসময়ে আবারো দায়িত্ব দেয়া হয় বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম জাকারিয়া ও প্রভাবশালী বিএনপি নেতা রফিকুল ইসলাম চাইনিজকে। দলের দায়িত্ব নিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা সক্রিয় ছিলেন। সংগঠন গোছানোর পাশাপাশি তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচারের মধ্যদিয়ে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন।

 

ক্রান্তিকালে দলের হাল ধরে রাখা এবং হাসিনাবিরোধী আন্দোলনে ইতিবাচক ভূমিকার অবদান হিসেবে মনোনয়নের দাবিদার জেলা বিএনপি’র শীর্ষ দুই নেতা। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন মাসুম এ আসনে মনোনয়ন চাইবেন বলে আলোচনা আছে।

 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর