উলিপুরে অমুসলিমদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট: ২২ আগষ্ট ২০২৫ ৮:১৬ পিএম
আপডেট: ২২ আগষ্ট ২০২৫ ৮:১৬ পিএম

উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অমুসলিম জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় উলিপুর অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মো: জহুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন, বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারায় অমুসলিম জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় দেশের অমুসলিম সম্প্রদায়ের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। আগামীর উলিপুর হবে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ সম্প্রীতির অন্যন্য উদাহরণের উলিপুর।
এসময় আরও বক্তব্য রাখেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাও.মশিউর রহমান, সাবেক সেক্রেটারি প্রভাষক খায়রুজ্জামান, প্রভাষক আবু মুসা, জিতেন্দ্র নাথ রায়,কল্লোল মজুমদার,কার্তিক চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: