কেরানীগঞ্জে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলামের গণসংযোগ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১২:০৮ পিএম

ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার কেরানীগঞ্জ উপজেলার পাস্তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

গণসংযোগে দক্ষিণ থানা জামায়াতের আমীর হাজী মোহাম্মদ ইলিয়াস, নায়েবে আমীর মাস্টার আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, পাস্তা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ শাহিনুর ইসলাম বারবার কারা নির্যাতিত নেতা হিসেবে এলাকায় পরিচিত। সৎ, নিরহংকার, পরোপকারী ও সাদা মনের মানুষ হিসেবে তিনি স্থানীয়দের আস্থাভাজন। কেরানীগঞ্জে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

গণসংযোগ চলাকালে অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, কেরানীগঞ্জের মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এ অঞ্চলে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। জনগণের স্বার্থই আমার অঙ্গীকার।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর