বিএনপির একাংশের হরতালের ডাক, মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ
আপডেট: ২০ আগষ্ট ২০২৫ ১:২১ এএম

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতালের ডাক দিয়েছে দলটির একাংশ। হরতাল সমর্থনে সন্ধ্যায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানেই বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরে মিছিলটি আবার সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এসময়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, আট বছর পর আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জামালপুরের বেলটিয়ায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে আসছে বিএনপির একটি পক্ষ।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: