শহীদ পরিবারের সন্তানদের সোফায় বসিয়ে জামায়াত আমীর বসলেন সাধারণ চেয়ারে

আগামীকাল জামায়াত আমীরের ওপেন হার্ট সার্জারি। তাকে দেখতে গিয়েছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র সহ শহীদ পরিবারের অন্যন্য সন্তানরা। জামায়াত আমীর একটা সাধারণ চেয়ারে বসেছেন আর পুত্রতুল্য শহীদ সন্তানদের সোফায় বসিয়েছেন ইজ্জতের সাথে। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাদিক সিকানদার নামে এক ব্যক্তি।
সোফায় যারা বসে আছেন তারা হলেন- আল্লামা সাঈদী পুত্র মাসুদ সাঈদী, আয়নাঘর থেকে ফিরে আসা শহীদ মীর কাশেম আলীর পুত্র ব্যারিষ্টার মীর আরমান, শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহমাদ মাবরুর, শহীদ মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিষ্টার নাজিব মোমেন এবং শহীদ আব্দুল কাদের মোল্লার পুত্র হাসান মওদুদ।
বাংলাদেশে এমন একটা দলীয় প্রধানের উদাহরণ নজিরবিহিন। তিনি সেই আমীরে জামায়াত যিনি সংগঠনের গাড়ীর ড্রাইভারের ইন্তেকালের পর কবরে নামেন, শেষ বিদায় দিতে কপালে চুমু খান, যিনি কারামুক্ত হয়ে নিজের পরিবারের কাছে যাওয়ার আগে শহীদ পরিবারে চলে যান।
উম্মাহর প্রয়োজনে এরকম একজন দরদী নেতার সুস্থ থাকা খুব দরকার, আল্লাহ তাকে সুস্থ করে আবার ময়দানে ফিরিয়ে আনবেন, ইনশাআল্লাহ।
আপনার মূল্যবান মতামত দিন: