বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না। আমরা বিবৃতিকে ভয় পাই না। আমরা মিডিয়ায় সংস্কার করেই ছাড়বো। নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে, যারা সংস্কার পিছিয়ে দিয়েছে। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে নির্বাচনবিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’’
সোমবার (৭ জুলাই) রাতে পাবনার শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
পাবনাবাসী তরুণ প্রজন্মকে ভারত, আওয়ামী লীগ আর মিডিয়ার ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘‘একটি দল আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছেন এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই। তারা নতুন করে মুজিববাদের ঠিকাদারী শুরু করেছে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আমাদের দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করবো। আগামী ৩ আগস্ট চলো চলো ঢাকা চলো কর্মসূচি দেবো।’’
মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘অনেক মিডিয়াকর্মী নিরলসভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের জন্য সকল সাংবাদিকের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। আপনারা বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না। আমরা বিবৃতিকে ভয় পাই না। আমরা মিডিয়ায় সংস্কার করেই ছাড়বো। মিডিয়াকে মাফিয়া চক্র মুক্ত করেই ছাড়বো। এই হাসনাত আব্দুল্লাহ থামবে না।’’‘‘প্রিয় তরুণ প্রজন্ম আপনাদের সচেতন থাকতে হবে। সত্যকে সত্য বলতে হবে। পাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে। দুর্নীতিবিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে,’’ বলেন দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক।
পথসভায় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৫টায় পাবনার পথসভা শুরু হওয়ার কথা থাকলেও এনসিপি নেতৃবৃন্দ পাবনায় পৌঁছান রাত দশটার পরে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শহীদ চত্বরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ শিক্ষার্থীরা।
সভা শেষে এনসিপি নেতারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার কুষ্টিয়া ও আশপাশের জেলাগুলোতে পথসভা করার কথা রয়েছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: