বাড়ি ভাড়ার সময় শেষ, অনিশ্চয়তায় ২০ হাজার হজযাত্রী

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫ ১১:০৪ এএম

মক্কা, মদিনায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা এখনো শেষ হয়নি। অথচ বাড়ি ভাড়া করার সময় শেষ হয়ে গেছে চারদিন আগে। বাড়ি ভাড়ার সময় না বাড়ানো হলে অনিশ্চয়তার মুখে পড়বেন ২০ হাজার হজ যাত্রী।

বাড়ি ভাড়ার সময় শেষ, অনিশ্চয়তায় ২০ হাজার হজযাত্রী

মক্কা, মদিনায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করা এখনো শেষ হয়নি। অথচ বাড়ি ভাড়া করার সময় শেষ হয়ে গেছে চারদিন আগে। বাড়ি ভাড়ার সময় না বাড়ানো হলে অনিশ্চয়তার মুখে পড়বেন ২০ হাজার হজ যাত্রী।

হাব নেতারা হাজিদের বাড়ি ভাড়ার সময় আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিতকরণের লক্ষ্যে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মাধ্যমে সৌদি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রী ও এজেন্সির মালিকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার জন। এসব সরকারি হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে আগেই। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ অথবা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ জানান, সৌদির অধিকাংশ মোয়াল্লেম অফিস এবং ব্যাংক ঈদের ছুটিতে বন্ধ থাকায় হজযাত্রীদের বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি বাড়ি ভাড়া কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে হাজিদের বাড়ি ভাড়ার সময়সীমা আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার জন্য রাজকীয় সৌদি সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

ভারসেটাইল হজ এজেন্সির মালিক ফরহাদ হোসেন স্বপন বলেন, হাজিদের বাড়ি ভাড়ার জন্য ব্যাংক বন্ধ থাকায় অনেকেই টাকা পরিশোধ করতে পারেননি। এজেন্সির মালিকরা ব্যাংক থেকে আইবিএএন-এর টাকা ট্রান্সফার করতে পারছেন না।

হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, ঈদের ছুটির দরুন সৌদি অংশের মোয়াল্লেম অফিস ও ব্যাংক বন্ধ থাকায় মক্কা-মদিনায় বাংলাদেশি এজেন্সির মালিকরা বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে পারছে না। ব্যাংকে হাজিদের জমাকৃত টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। গতকাল পর্যন্ত ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। সৌদি সরকার বাড়ি ভাড়ার সময় বৃদ্ধি না করলে প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

হাব নেতা বলেন, হাজিদের বাড়ি ভাড়ার সময় আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিতকরণের লক্ষ্যে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মাধ্যমে সৌদি সরকারের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর