‘মার্চ ফর গাজা’-এর স্থান পরিবর্তন

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫ ২১:০৪ পিএম

বিনিয়োগ সম্মেলন ও এসএসসি পরীক্ষার কারণে ‘মার্চ ফর গাজা’ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে স্থান পরিবর্তন করে আগের ঘোষিত তারিখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। নতুন ঘোষণায় শাহবাগ থেকে সোহরাওয়ার্দীর অভিমুখে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার ‘ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট’ এক জরুরি বৈঠকে বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার কথা বিবেচনা করে ‘মার্চ ফর গাজা’ এর তারিখ অপরিবর্তিত রেখে শুধু স্থান পরিবর্তন করেছে।

বৈঠকে জানানো হয়, ১২ এপ্রিল শনিবার পূর্বনির্ধারিত তারিখেই ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হবে। তবে স্থান পরিবর্তন করে মানিক মিয়া অ্যাভিনিউর পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে।

এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট ওয়ায়েজ ড. আবুল কালাম আজাদ বাশার, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ শামছুল আলম, আরজে কিবরিয়া, আইমান সাদিক, তামিম মৃধা, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, বিশিষ্ট স্কলার মাওলানা ওবায়দুল্লাহ হামজা, ড. মুখতার আহমদ, ইসলামি আলোচক মাওলানা ফখরুদ্দিন আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রাজনৈতিক বিশ্লেষক ড. ফয়জুল হক।

এছাড়াও ইসলামিক স্কলার ড. হারুন আজিজী নদভী, শায়খ ওসমান গনি সালেহী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি আরিফ বিন হাবিব, ড. মুফতি ইউসুফ সুলতান, মুফতি শামসুদ্দোহা আশরাফী, শায়খ আব্দুল হাই সাইফুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা গাজী মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা ইয়াহইয়া তাকী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, গণপরিষদ আন্দোলনের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, আস-সুন্নাহ ট্রাস্টের উসামা খোন্দকার, মাস্তুল ফাউন্ডেশনের কাজী রিয়াজ রহমান, জুলাই আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়িম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, হেফাজতে ইসলামের আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

এ কর্মসূচিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকও থাকার কথা রয়েছে। এছাড়া একাত্মতা ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর