পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি জানান, মঙ্গলশোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ দেশে ব্যাপকভাবে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি রোজার সময় যেভাবে চলেছে এ সময়ও সেভাবে চলবে। যাতে কোনো ধরনের অঘটন না ঘটে সে ধরনের ব্যবস্থা আমরা নেবো।
বৈঠকে নববর্ষে রমনার বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলায় অনুষ্ঠান হবে সেসব স্থানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এবার ব্যাপকভাবে বাংলা নববর্ষ উদ্যাপন হবে। ফলে সেই বিষয়টি সামনে রেখে এবার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সব করা হচ্ছে।
এরইমধ্যে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন এবার শোভাযাত্রায় আগে-পিছে নিরাপত্তার বাড়াবাড়ি থাকবে না।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে-পিছে বাংলাদেশিরাই তো থাকবে। পুলিশ তো সব বাংলাদেশেরই লোকই। আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতে পারে, আমাদের পুলিশ বাহিনী করতে পারবে; তারাও যদি শোভাযাত্রার সঙ্গে যায় অসুবিধা কী! শোভাযাত্রায় নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হবে না, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের আট মাসে আইন-শৃঙ্খলা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যত টুকু সন্তুষ্ট আমিও তত টুকু বলে উত্তর দেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: