প্রবাসীদের ভোট নিশ্চিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫ ১২:০৪ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসিরউদ্দিন বলেছেন, এয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশন জাতির কাছে দেয়া অঙ্গিকার রক্ষা করবে ইনশাল্লাহ।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি এসব কথা জানান।

‎সিইসি বলেন, অনেক পর্যালোচনার পর নির্বাচন কমিশন তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে। পোস্টাল ভোটিং, যেটি এখন বিদ্যমান। অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও কাজ করছে।

‎প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিতে বলেও জানান তিনি।

‎বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর