৪ দিনে ঢাকা ফিরেছেন ৪৪ লাখ সিম ব্যবহারকারী
প্রকাশিত:
০৬ এপ্রিল ২০২৫ ১০:০৪ এএম

ঈদুল ফিতরের ছুটিতে সাত দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ১ কোটি ৭ লাখ ৯ হাজার ১৫৫ জন মোবাইলে ব্যবহারকারী সিমধারী। ছুটি শেষে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় ফিরেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্ক বিশ্লেষণ করে এ হিসাব পাওয়া গেছে।
বিটিআরসি জানিয়েছে, রোববার সরকারি কর্মদিবস শুরু হবে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত আরও লোক ঢাকায় প্রবেশ করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: