হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫ ০৯:০৪ এএম

ভারতের পক্ষ থেকে বহুরূপী নাটকীয়তা শেষে অনুষ্ঠিত ইউনূস-মোদি বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি। বহুল আলোচিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা, তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা।

কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।

শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা।

তারা বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা, তা ভবিষ্যতের বিষয়। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস শেখ হাসিনাসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন, তা বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন।

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আতাউর রহমান ইউনূস-মোদি বৈঠক সম্পর্কে বলেন, আমি এই বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছি। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের এক সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের এই বৈঠক বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতারই প্রমাণ বহন করে। এই বৈঠকের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন।

তিনি আরো বলেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশ এখন এই অঞ্চলের অন্যতম খেলোয়াড়, যা ড. মুহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন।

শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে ড. আতাউর রহমান বলেন, শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না। এটা আমরা সবাই জানি। ড. মুহাম্মদ ইউনূসও জানেন। কিন্তু মোদির সঙ্গে প্রথম বৈঠকেই এই ইস্যুটি তুলে বলটি এখন ভারতের কোর্টে দিয়ে দিয়েছেন ড. ইউনূস। নিশ্চিতভাবে ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে। কারণ, আগামীতে শেখ হাসিনার বিচার হবে। বিচারে তার সাজাও হয়তো হবে।

ভারতের তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ভারতের সামনে এই ‘ন্যারেটিভ’ তুলে ধরা ছাড়া আর কোনো ইস্যু নেই। ভারতের পক্ষ থেকে এই ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলতে নানা তৎপরতা দেখা গেছে। কিন্তু সেই প্রচেষ্টা তেমন কাজে দেয়নি। পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের সঙ্গে মোটেই একমত নয়।

তবে ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়ে আতাউর রহমান বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে হাসিনার পতনের পর সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সেই দূরত্ব কমানোর একটা পরিস্থিতি তৈরি হবে বলে আমি মনে করি। দুই দেশের মধ্যে একটি কার্যকর সম্পর্ক দু’দেশের জনগণের স্বার্থেই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রফেসর আতাউর রহমানের মতো ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. এম শহীদুজ্জামান। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে ঢাকা-দিল্লি সম্পর্কের যে বরফ জমেছে, তা হয়তো গলতে শুরু করবে। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের বৈরী আচরণ করে আসছে, তা থেকে দেশটি এখন সরে এলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ।

ড. এম শহীদুজ্জামান বলেন, আমরা জানি, এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির কোনো ইচ্ছা নেই। এ ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের ঐকমত্য রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত যে ভূ-রাজনীতিতে পিছিয়ে পড়বে, সে ব্যাপারে দেশটির নীতি-নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রও তার ভূ-রাজনৈতিক স্বার্থে ঢাকা-দিল্লির সম্পর্কের উন্নয়ন চায়।

এ ব্যাপারে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লির ওপর এক ধরনের চাপ রয়েছে ওয়াশিংটনের। ঢাকা-দিল্লির সম্পর্কোন্নয়নে গতকালের বৈঠকে নরেন্দ্র মোদির পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে মনে হচ্ছে। সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টনসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যেসব সমস্যা রয়েছে, তা সমাধানে ভারতের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ আসে কিনা তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে বলে মনে করেন এই কূটনৈতিক বিশ্লষক।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর