বিমসটেক সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫ ১১:০৪ এএম

বিমসটেক সম্মেলন

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড় ৮টায় এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত থাকবেন।

বিমসটেক ষষ্ঠ সম্মেলনে অংশ নিতে আজ ঢাকা ছাড়বেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরবর্তী পর্যায়ে যোগ দেবেন তিনি। এছাড়া, সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ইতিবাচক বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

সচিব জানান, নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। বৈঠকে বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ।

২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন হচ্ছে। সম্মেলনটি ব্যাংককের হোটেল সাংগ্রিলায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাতটি দেশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর