ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার (ভিডিও)
আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১১:২৫ এএম
যত বাধা আসুক ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশে ও দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে ঈদ মোবারক যাচ্ছি। ঈদ ভালোবাসার দিন। আজকে সেই দিনটা যেন ভালোভাবে উদযাপন করতে পারি সেই দোয়া করি। আজ ঐক্যের দিন। আমাদের এই ঐক্য সব সময় ধরে রাখতে হবে।”
জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে তিনি বলেন, “যারা আমাদের দেশের জন্য আহত ও শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি। আমাদের এই ঐক্য যেন স্থায়ী হয় তার জন্য কাজ করতে হবে।”
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: