চীনে প্রধান উপদেষ্টা কে লাল গালিচা সংবর্ধনা (ভিডিও)
আপডেট: ২৭ মার্চ ২০২৫ ৪:৫৯ এএম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার বিকেলে চার দিনের সফরে চীনে পৌঁছেছেন। হাইনান প্রদেশের ছিয়োংহাই বোআও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান হাইনানের ভাইস গভর্নর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।
এদিকে দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোআও ফোরাম ফর এশিয়া-২০২৫ বার্ষিক সম্মেলনের আগে প্রেস সচিব এই আশা ব্যক্ত করেন।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উচ্চপর্যায়ের এই সম্মেলন চলবে।
সাক্ষাৎকারে প্রেস সচিব শফিকুল আলম আরো বলেন, আমরা চীনকে ভালো বন্ধু হিসেবে দেখতে চাই, যাতে বিদ্যমান সব ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরো বিস্তৃত হয়। চীনা বিনিয়োগ আকর্ষণ, জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ।
‘‘আমরা চাই বাংলাদেশে আরো বেশি চীনা বিনিয়োগ আসুক, আরো বেশি সহযোগিতা হোক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হোক। চীন একটি সুপারপাওয়ারের মতো জেগে উঠেছে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ দেশ। আমরা অবশ্যই এসব ক্ষেত্রে সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই’’, যোগ করেন তিনি।
এর আগে, বুধবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্নের বিশেষ ফ্লাইটে রওনা হন প্রধান উপদেষ্টা।
ইতিপূর্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাধিক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চীনা বিনিয়োগ বৃদ্ধিতে এ সফর সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: