হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন মোটিভেটেড: প্রেস সচিব

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ২১:০৩ পিএম

দেশে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া প্রতিবেদন ‘মোটিভেটেড’ বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেকেই পোট্রে করতে চাচ্ছে। সেখানে দেখাতে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে। প্রতিবেদনে এই ধরনের প্রজেকশনটা করে।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন নিয়ে শফিকুল আলম বলেন, তাদের তৃতীয় প্রতিবেদনে উল্লেখিত ১১ টি ঘটনার পুলিশ তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে একটির সঙ্গেও সাম্প্রদায়িক সম্পৃক্ততা নেই। সংগঠনটি যে প্রতিবেদন তৈরি করে সেটা বিশ্বের অনেকেই টুইট করে। দেখা যাচ্ছে ইউএসএ সিনেটে বা ইউকে কমনসে এই প্রতিবেদনগুলো উদ্ধৃতি (সাইটেশন) করেন।

এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরও দুটো প্রতিবেদন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো নিয়ে পুলিশ কেস টু কেস তদন্ত করে দেখে দুই-একটা বাদে বাকীগুলোর ক্ষেত্রে সাম্প্রদায়িক কারণ ছিল না। নিয়মিত অপরাধকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে উপস্থাপন করেছে সংগঠনটি বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, আমরা বারবার তাদেরকে বলেছি প্রতিবেদনকে সংশোধন করার জন্য, কিন্তু তারা সেটা করেন নাই।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে প্রতিবেদনগুলো ত্রুটিমুক্ত ও সংশোধন করার অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তাদের প্রত্যেকটা প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হয়েছে। আমরা দেখছি সংগঠনটির প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা নেই। তাদের প্রতিবেদন ধরে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা হচ্ছে। আশা করব বাংলাদেশী নাগরিক হিসেবে তারা গঠনমূলক হবে।

ভুল তথ্য ছড়ানোর অভিযোগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত আমরা চাচ্চি তারা গঠনমূলক রোল পালন করবে। আমরা চাই দেশের মানবাধিকার নিয়ে সবাই রিপোর্ট করুক, সত্যটা উঠে আসুক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে প্রতিবেদন দিচ্ছে সেগুলোর বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে যাচাই-বাছাই করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেসকরেন তিনি। একই অনুরোধ দেশীয় মানবাধিকার সংস্থার প্রতিও করেন তিনি।

প্রতিবেদন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে সরকার কোন বৈঠক করবে কিনা-- এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, তাদের প্রতিবেদন নিয়ে আমরা আপত্তি জানানোর পরেও তারা সংশোধন করছে না। এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবার জানাচ্ছি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর