সাগরে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ ভেসে এলো

রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া একটি নৌযানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে সাগরে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্ট সৈকত এলাকায় লাশটি ভেসে আসে।
হেলাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধিঃ শুক্রবার ভোরে সাগরে পড়ে নিখোঁজ হন বিজিবির ওই সদস্য। একই দুর্ঘটনায় শনিবার সন্ধ্যায় টেকনাফে নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচজনের লাশ উদ্ধার হলো।
নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ বেলাল। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সেপাই হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগরের কাজিয়াতল এলাকায়। তাঁর দুটি মেয়েসন্তান রয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের পাশ দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে আসছিল। এসময় প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে সেখানে যান। তাঁরা ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকাজ চলাকালে সমুদ্র উত্তাল ছিল। এ সময় বিজিবির সদস্য মোহাম্মদ বেলাল পা পিছলে সাগরে পড়ে যান।
এ ঘটনার পর থেকে বিজিবি-কোস্টগার্ড নিখোঁজ বেলালকে উদ্ধারে অভিযান চালিয়ে আসছিলেন। স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালান। এর মধ্যে রবিবার দুপুরে লাশটি সাগরে ভাসতে দেখা যায়। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, বিজিবি-কোস্টগার্ড লাশটি উদ্ধার করেছে।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, সাগরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়। সেটি কূলে নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার হলেও এখন পর্যন্ত ১১ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: