আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 'জুলাই রিভাইভস' কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ২১:০৩ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকে বেগবান করতে এবং দেশব্যাপী ছড়িয়ে দিয়ে গণআন্দোলন তৈরি করতে আগামী দুই সপ্তাহ জুড়ে "জুলাই রিভাইভস" নামে নতুন কর্মসূচির ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের দ্বারা গঠিত 'গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন' নামে নতুন প্লাটফর্মটি।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ।

মোসাদ্দেক আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম কর্তব্য হওয়া উচিৎ ছিলো, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহিদ ও আহতদের পুনর্বাসন করা। দ্বিতীয় কর্তব্য হওয়া উচিৎ ছিলো, জুলাই গণহত্যার বিচার করা এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকার একটা ক্ষেত্রেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আহতদেরকে তাদের চিকিৎসার জন্য এখনো আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।

জুলাই রিভাইভস কর্মসূচি ঘোষণা করে মোসাদ্দেক বলেন, এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে 'শহিদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ, নাগরিক সমাজের ব্যক্তিবর্গের সাক্ষাৎ, অনলাইন-অফলাইন প্রচার-প্রচারণা, দেয়াল লিখন' শীর্ষক প্রচারণা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এসময় প্লাটফর্মটির অন্যতম আরেক সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, গণআন্দোলনের মাধ্যমে আমরা জুলাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি বিচার নিশ্চিত করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখব।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাহউদ্দিন আম্মার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাসুদ রানা, ঢাকা কলেজের ইব্রাহিম খলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তাহমিদ হুজাইফাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে "গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন" নামে এ প্লাটফর্ম ঘোষণা করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর