যুগ্মসচিব হলেন ১৯২ কর্মকর্তা
১৯২ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ পদন্নোতির জন্য বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। তারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিব ও সমমর্যাদার পদে নিয়োজিত আছেন। পদোন্নতির পর পরবর্তী পদায়নের জন্য নিয়ম অনুযায়ী তাদের নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)করা হবে।
পরবর্তীতে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাঁদের যুগ্মসচিব পদে পদায়ন করা হবে।
তবে কতজন পদোন্নতি পাচ্ছেন, এ বিষয়ে ওই কর্মকর্তা জানাতে অপারগতা প্রকাশ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: